রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর পর ভাষা সংগ্রামী আহমদ রফিকের মরদেহ ইব্রাহিম কার্ডিয়াক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভাষাসৈনিক আহমদ রফিকের কফিনে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শনিবার বেলা ১১টার দিকে তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়।
ভাষাসৈনিক আহমদ রফিক ছিলেন বাংলাদেশের একজন মুক্তমনা সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি একাধারে কবি, প্রবন্ধকার ও গবেষক। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও লেখনী আক্রান্ত গবেষণায় বিশেষ অবদানের জন্য টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে 'রবীন্দ্রত্ত্বাচার্য' উপাধিতে ভূষিত করে।